Mamata, Sukanta, ইচ্ছাকৃত বিদ্যুৎ বিভ্রাট! রক্ষণাবেক্ষণের কাজের অজুহাত, মমতা সরকারের ষড়যন্ত্র, রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে বাধা, অভিযোগ সুকান্তর

আমাদের ভারত, ২২ জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী যাতে বাংলার মানুষ হতে না পারেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে সোমবারই কলকাতায় বিভিন্ন জায়গায় বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে। যাতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে সাধারণ মানুষ টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখতে না পারেন।

যারা অযোধ্যায় যাবেন না তারা টেলিভিশনের পর্দায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখবেন, কিন্তু পরিকল্পনা করে ইচ্ছাকৃত কলকাতায় বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করানোর অজুহাতে বিদ্যুৎ বিভ্রাট করানো হচ্ছে যাতে মানুষ ওই অনুষ্ঠান দেখতে না পারেন‌ বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি এই অভিযোগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় করা পোস্টটিতে সুকান্ত মজুমদার লিখেছেন, রাম লালার প্রতিষ্ঠা দিবসে ইছাকৃতভাবে ও পরিকল্পনা করে রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, আর তৃণমূলের এই নীতি নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন বঙ্গ বিজেপির সভাপতি।

প্রমাণ হিসেবে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় করা নিজের পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। সেটি মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট। সেই মেসেজে দেখা যাচ্ছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সংস্থা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য কোনো কোনো অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, এর জন্য সংস্থার তরফে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে এই সংস্থা।

Proof of the calculated and deliberate ‘maintenance work’ to be undertaken by @CESCLimited on Ram Lalla’s Pran Pratishtha Diwas… #TMCagainstHindus is the Party motto that @MamataOfficial’s govt follows…

*Dr. Sukanta Majumdar*, State President

কিন্তু সুকান্ত মজুমদার এই পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে, এই কাজ ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, যাতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *