অক্টোবর পর্যন্ত সরকারি দফতরের খরচ সংক্রান্ত সমস্ত বিল অনলাইনে জমার নির্দেশ

রাজেন রায়, কলকাতা, ৩০ আগস্ট: করোনার সময়ে বিভিন্ন ক্ষেত্রেই সরকারি দফতরে বেড়ে গিয়েছে বিপুল খরচ। কোনও ক্ষেত্রে যেমন রয়েছে অস্থায়ী কর্মী নিয়োগের খরচ, আবার কোথাও রয়েছে সরকারি দপ্তরে এজেন্সি নিযুক্ত অস্থায়ী কর্মীদের বেতনের বিল বা চিকিৎসা খরচও। তাই আপাতত নির্দেশ দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির জন্য আগামী অক্টোবর মাস পর্যন্ত সরকারি অফিসগুলির খরচ সংক্রান্ত বিলগুলি ট্রেজারি ও পে অ্যাকাউন্ট অফিসগুলিতে অনলাইনে জমা করতে হবে।

প্রসঙ্গত তথ্য হিসেবে রাখার জন্য এমনিতেই বিলের বিষয়ে অনলাইনে তুলতেই হয় অর্থ দফতরকে। তাই অনলাইনে জমা দিতে উৎসাহ দিতে চাইছে অর্থ দপ্তর। অনলাইনে ট্রেজারি বা পে অ্যাকাউন্টস অফিসে বিল জমা পড়ার পর অর্থ বরাদ্দ হয়ে যাচ্ছে। লকডাউনের সময় এবং পরবর্তীকালে আনলক প্রক্রিয়া চলার সময় সরকারি কর্মী ও চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীরা নির্ধারিত দিনে বেতন পেয়ে গিয়েছেন।

সরকারি অফিসগুলিতে কর্মীদের উপস্থিতি এখন অনেক কম। অনেক কর্মী বাড়িতে বসে কম্পিউটারে বিল তৈরির কাজ এগিয়ে রাখছেন। কিন্তু অনলাইনে বিল পাঠানোর প্রক্রিয়া অফিসে এসে করতে হচ্ছে। কারণ বিলের সঙ্গে অফিসের ডিডিও সহ আধিকারিকদের স্বাক্ষরিত নথি স্ক্যান করে পাঠাতে হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, যেহেতু সরকারি যাবতীয় খরচের নথি প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে জমা দিতে হয়, তাই পরবর্তী সময়ে অফিসগুলি অফলাইনে নথি সহ বিল পাঠাবে। সেক্ষেত্রে একজন কর্মী একসঙ্গে অনেক বিল একসঙ্গে নিয়ে যাবেন। তবে নগদ অর্থ প্রদানের কয়েকটি প্রকল্পের জন্য অগ্রিম নেওয়া অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত বিল অনলাইনে জমা হবে না। তবে আপাতত কাজ এগিয়ে রাখার জন্য অনলাইনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *