আমাদের ভারত, হুগলী, ২০ নভেম্বর: পুকুরে জাল দেওয়ার সময় জালে পড়ল রুপোর কালী মুর্তি, ঘটনা হুগলীর পান্ডুয়ার সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা এলাকায়। এদিন সকালে পুকুরে জাল দিতে যান পঙ্কজ মালি সহ আরো চারজন। জালে উঠে আসে রুপোর কালী মুর্তিটি। কাউকে কিছু না বলে বাড়িতে নিয়ে চলে আসেন তিনি এবং তা পুজো করতে শুরু করেন।
বেলার দিকে পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর। খবর যায় পান্ডুয়া থানায়। পান্ডুয়া থানার পুলিশ পঙ্কজবাবুর বাড়িতে এসে সেই মুর্তি নিয়ে যায়। তাঁকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের অনুমান কোথাও চুরি বা ডাকাতি করার পর মুর্তি না নিয়ে যেতে পেরে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতিরা। ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।