সাথী দাস, পুরুলিয়া, ১৬ অক্টোবর: নল বাহিত পানীয় জলের পাইপ বসানোর কাজ শুরু হল পুরুলিয়ার নিতুরিয়ায়। জনস্বাস্থ্য কারিগরী দফতর এই কাজ করছে। আজ আনুষ্ঠানিকভাবে নিতুরিয়ায় এই কাজ শুরু হয় শালতোড় গ্রাম পঞ্চায়েতের হিজলি মৌজায়।
সেখানে দুটি ওভার হেড জলের ট্যাংক থেকে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হবে। দামোদর নদ থেকে জল জমা হবে ওই ট্যাংকগুলিতে। একটি ট্যাংক আগেই ছিল। নতুন একটি ট্যাংক শালতোড়ায় হবে বলে জানান আজকের আনুষ্ঠানিক সূচনাকারী নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব। তিনি জানান, ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগরী দফতর এই কাজ করছে। দুই মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। এতে শালতোড় মৌজার ১০ টি গ্রামের মানুষ উপকৃত হবেন।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড় পঞ্চায়েতের প্রধান সুমিত সাগর প্রসাদ যাদব, জেলা পরিষদের সদস্য সরিতা তুরি সহ জন স্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকরা।