পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে পোকা বেরনোর ঘটনায় উত্তেজনা ছড়াল কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের কুশগেড়িয়া গ্ৰামে।

অভিভাবকদের অভিযোগ, শনিবার সকালে বাচ্চাদের দেওয়া খাবার বাড়িতে নিয়ে গিয়ে যখন দুপুরে বাচ্চাকে খাওয়ানোর জন্য বের করেন, তখন খাবারের ওপর পোকা দেখতে পান। এরপরেই অভিভাবকরা কেন্দ্র থেকে দেওয়া খাবার নিয়ে হাজির হন। ডেকে পাঠানো হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে। তিনি কেন্দ্রে এলে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের বক্তব্য, এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। অভিযোগ করলে কোনও কথা শোনেন না কেন্দ্রের কর্মী। অভিভাবকরা জানান, খিচুড়িতে যে সয়াবিন দেওয়া হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ। তাদের বক্তব্য, দু’মাস আগে সয়াবিনের প্যাকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেগুলোই বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। পোকা ধরা সয়াবিন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী দিপালী দে জানা বলেন, কোনও কারণে ভুল করে প্যাকেট না দেখায় এমনটা হয়েছে।

