আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর: দুয়ারে রেশন থেকে অসংখ্য পোকা সহ আতপ চাল দেওয়ায় ক্ষোভ গ্রাহকদের। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানু পাড়ার ঘটনা।
গ্রাহকদের অভিযোগ, প্রায় দিনই দুয়ারে রেশন থেকে দেওয়া হচ্ছে পোকা ধরা আতপ চাল। যেই চাল দেওয়া হচ্ছে তা খাওয়ার যোগ্য নয়। গ্রাহকরা আতপ চাল বিক্রি করতে চাইলেও কেউ নিচ্ছেন না। প্রতিবাদে বুধবার গ্রাহকরা একজোট হয়ে বিক্ষোভ দেখালেন। পরে গ্রাহকদের চাপে পড়ে পোকা আতপ চাল পাল্টে নতুন বস্তা এনে চাল দিলেন। গ্রাহকদের দাবি, যে চাল পরে দেওয়া হয় সেই চালেও পোকা ছিল তবে কম।
রেশনের গ্রাহক সীমা ঘোষ বলেন, “মাঝে মধ্যে রেশনে পোকা সহ আতপ চাল দেওয়া হচ্ছে। ভালো চাল দিলে আমরা চাল নেব। যেহেতু চালে পোকা ছিল এই কারণে আমি চাল নিলাম না।”
গ্রামবাসী মেনকা রায় বলেন, “পোকা ধরা আতপ চাল দেওয়া হচ্ছে। সেই চাল কেউই কিনছে না। এই কারণে বিক্ষোভ।”
পোকা চালের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন রেশন ডিলার ইন্দ্রজিৎ শর্মা। তিনি বলেন, “একটি বস্তার চালে পোকা ছিল। আমাকে গুদাম থেকে ওই পোকা ধরা চালই পাঠায়। সেটাই এদিন বিলি করি। তাতে সাময়িক সমস্যা হয়। পরে ভালো চাল দেওয়া হয়।”

