পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যাসাগর রচনা সমগ্র অনুবাদের অভিনব উদ্যোগ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। ১৭ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের ঋষি রাজনারায়ণ বসু সভাকক্ষে একটি এক দিবসীয় অনুবাদ কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। বিদ্যাসাগরের গদ্য রচনা “শকুন্তলা”র সাঁওতালি, হিন্দি ও ইংরেজী অনুবাদের বিষয়ে এই কর্মশালায় নিবিড় আলোচনা হয়। বহু ভাষা বিশেষজ্ঞ ও অনুবাদকের উপস্থিতিতে কর্মশালাটি সাফল্যের সঙ্গে আয়োজন করা হয়।

