বিশ্বভারতীর পাঁচিল নির্মানকে সমর্থন! পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে কালি

আশিস মণ্ডল, বোলপুর, ১৯ আগস্ট: দু’দিন আগে বিশ্বভারতীর নির্মাণ সামগ্রী ভাঙ্গচুর, লুঠপাট করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এবার বিশ্বভারতীর কর্মসমিতিতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে কালি মাখানো হল। বিশ্বভারতীর প্রাচীর নির্মাণকে সমর্থন করায় এই জঘন্য কাজ করা হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানা যায়নি।

সোমবার সাত সকালে দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরি এবং তৃণমূলের নেতৃত্বে ভাঙচুর করা হয় বিশ্বভারতীর কংক্রিটের গেট। লুঠপাট করা হয় প্রাচীর নির্মাণের সিমেন্ট। ভেঙ্গে ফেলা হয় নির্মাণ সরঞ্জাম। লুঠ করা হয় ঘাস কাটার মেশিন। ওই দিনই জরুরী বৈঠকে ডাকে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রাচীর নির্মাণকে সমর্থন করেছিলেন। সেই কারণেই বুধবার সকালে সুশোভনবাবুর আবক্ষ মূর্তিতে কালি মাখিয়ে দেওয়া হয়। চলতি বছরের ৭ মার্চ ওই আবক্ষ মূর্তির উন্মোচন করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বোলপুরে ১ টাকার ডাক্তার নামে পরিচিত সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী পুরষ্কার পাওয়ার পরই বোলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জীবদশায় তাঁকে সম্মান জানাতে হরগৌরী তলায় আবক্ষ মূর্তি বসান। সুশোভনবাবু বলেন, “কারা করেছে বলতে পারব না। তবে মনে হয় বিশ্বভারতীর প্রাচীরকে সমর্থন করায় এই কাজ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *