আলিপুরদুয়ারে চা-বাগান থেকে উদ্ধার আহত চিতাবাঘ

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারি: আবার একটি চিতাবাঘকে সাফল্যের সাথে উদ্ধার করতে সমর্থ হল জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। বুধবার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের দলমোড় চা-বাগানে রাতের অন্ধকারে টানা ৩ঘন্টার চেষ্টায় চা-বাগানের ড্রেনের ভেতরে নেমে বছর দেড়েকের আহত স্ত্রী চিতাবাঘকে জালে তুলে খাঁচা বন্দি করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে,চিতাবাঘটির একটি চোখ ও পিঠের পেছনের দিকে গুরুতর আঘাত রয়েছে। ঠিক কি কারনে চিতাবাঘটি আহত হল, মানুষের হামলায় নাকি শিকার ধরতে গিয়ে সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি বনদপ্তর। আহত চিতাবাঘটির চিকিৎসা শুরু করেছে বনদফতর।

জানা গেছে, বুধবার গভীর রাতে ওই আহত চিতাবাঘ টিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষকের দফতরে নিয়ে আসা হয়। সেখানে আপাতত চিকিৎসা চলছে তার। খানিক সুস্থ হওয়ার পর ওই চিতাবাঘিনীকে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। জলদাপাড়া বনবিভাগের সহ বন্যপ্রান সহায়ক দেবদর্শন রায় বলেন, ”শরীরে দুটি স্থানে আঘাত রয়েছে। চিকিৎসকরা দেখছেন, আপাতত প্রাণীটি সুস্থই রয়েছে।”

উল্লেখ্য, এই মুহূর্তে খয়েরবাড়িতে ২১টি বিভিন্ন বয়সের চিতাবাঘ রয়েছে। আছে ৩ মাসের একটি শাবক। নতুন করে উদ্ধার হওয়া বাঘটিকে ধরলে এবার চিতাবাঘের সংখ্যা হতে চলেছে ২২টি। জানা গেছে, শীতের সময় আলিপুরদুয়ারে চা-বাগানের ভেতর বাচ্চা প্রসব করতে গভীর নালাগুলিতে ঠাঁই নেয় চিতাবাঘ। আবার শিকারের খোঁজেও চা-গাছের গভীর জঙ্গল, ডেরা বাঁধার ক্ষেত্রেও বেশ পছন্দের স্থান চিতাবাঘের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *