আমাদের ভারত, হাওড়া, ৭ নভেম্বর: বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া একটি হনুমানকে উদ্ধার করল বন দফতরের কর্মীরা। শনিবার বিকেলে জগৎবল্লভপুরের মাজু গ্রাম থেকে হনুমানটিকে উদ্ধার করে হাওড়া রেঞ্জের বন দফতরের কর্মীরা।
জানা গেছে, শুক্রবার বিকেলে মাজু গ্রামে গাছ থেকে লাফ দেওয়ার সময় হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে কানা নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা অশোক সিংহ জানান, সন্ধ্যেবেলা হনুমানটিকে পড়ে থাকতে দেখে আমরা কয়েকজন সেটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি। পরে বন দফতরে খবর দিলে শনিবার বিকেলে তারা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া হনুমানটিকে চিকিৎসার জন্য সল্টলেকে পাঠানো হবে।