গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩০ নভেম্বর: হুগলি গ্রামীণ পুলিশ ও খানাকুল থানার উদ্যোগে নারী সুরক্ষায় করণীয় সম্পর্কে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন খানাকুলের নবাবী মিশন মঞ্চে সাইবার সুরক্ষা এবং বাল্যবিবাহ ও নারী সুরক্ষায় করণীয় সম্পর্কে একাধিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি ও অন্যান্য পুলিশ অফিসারা। নবাবীর মিশনের কয়েকশো ছাত্র- ছাত্রী এই অনুষ্ঠানে হাজির ছিল।
এই কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ, অল্প বয়সে মা হওয়া, ট্রাফিক নিয়ম, সাইবার অপরাধ বিষয়ে আলোচনা হয়। খানাকুল থানার যোগাযোগ নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরও শেয়ার করা হয়।

