আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর: শবর সম্প্রদায় মানুষদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। তারা সেইসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না বিভিন্ন সময়ে তা খতিয়ে দেখা হচ্ছে। শবর অধ্যুষিত এলাকায় ক্যাম্প করে সরকারি পরিষবার দিক গুলি তুলে ধরা হচ্ছে।
“আপনার সাথে প্রশাসন” এই কর্মসূচিতে এলাকার মানুষের সমস্যা শুনছেন এবং সমস্যা সামাধানের পদক্ষেপ করছেন প্রশাসনিক আধিকারিকরা। শনিবার ঝাড়গ্রাম শহরের রবিন্দ্র পার্কে ঝাড়গ্রাম জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং লোধাসেলের উদ্যোগে শবর মানুষদের উন্নয়নের লক্ষ্যে “আপনার সাথে প্রশাসন” কর্মসূচিতে একটি শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে এসেছিলেন লোধা সম্প্রদায়ের মানুষ জন। এই উপলক্ষে রবীন্দ্র পার্কে সরকারি বিভিন্ন দফতরে স্টল বসেছিল। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সরকারি বিভিন্ন প্রকল্প গুলি কি কি রয়েছে এবং কিভাবে সেইসব প্রকল্পের সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে লোধা শবর সম্প্রদায়রে মানুষদের অবগত করানো। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন আধিকারকরা বক্তব্য রাখেন। ঝাড়গ্রাম জেলা এনআরইজিএস প্রকল্পের আধিকারিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখার সময় ঝাড়গ্রাম ব্লকের চাঁদাবিলা এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার কথা বলতে থাকেন।
জেলা শাসক আয়েশা রানি জানান, এই ধরনের শিবির বা অনুষ্ঠানের মাধ্যমে সরাসারি মানুষের মুখোমুখি হয়ে তাদের অসুবিধা গুলি জানা যায় এবং সেইসব সমস্যার সমাধান করা যায়। এদিন শ্রম দফতরের পক্ষ থেকেও একটি স্টল দেওয়া হয়েছিল। এদিন জামবানি ব্লকের যমুনাশোল গ্রামের চোখে দেখতে পান না বুলেট শবর, খাটগেড়িয়া গ্রামের কাজল শবর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরা দুজন সামজিক সুরক্ষা প্রকল্পের জামবিন ব্লকের ব্রান্ড অ্যাম্বেসডার। মঞ্চে এদিন কাজল শবর জানান, তিনি সামজিক সুরক্ষা প্রকল্পে একজন নথিভুক্ত শ্রমিক।এছাড়া তিনি কিভাবে বিভিন্ন গ্রামে বুলেট শবরকে নিয়ে প্রকল্পের প্রচার চালাচ্ছেন তা জানান। সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত মানুষদের বোঝানো হয়, জানানো হয় কিভাবে তারা কি কি ধরনের সরকারি প্রকল্পরে সুবিধা গুলি পেতে পারেন।
উল্লেখ্য ঝাড়গ্রাম জেলা লোধা শবরদের উন্নয়নের লক্ষে ঘর, শৌচাগার তৈরি করে দেওয়া সহ তাদের আর্থিক উন্নতির জন্য ছাগল ছানা, মুরগি ছানা দেওয়া হচ্ছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকের প্রায় তিনশোর কাছাকাছি শবর মহিলাদের স্বনির্ভর দল করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলার শবর মানুষদের উন্নয়নের লক্ষে প্রশাসন তৎপরতার সাথে কাজ করছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে লোধা শবর মানুষদের নিয়ে শহরের পাঁচ মাথার মোড় হয়ে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রানী, ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, জেলাপারিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাপরিষদের মেন্টর সোমনাথ মহাপাত্র সহ প্রমুখ অংশগ্রহণ করেন। মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, ডিএফও বাসবরাজ হলেইচ্ছি, ঝাড়গ্রাম জেলা প্রানী সম্পদ বিকাশ দফতরের সহ অধিকর্তা চঞ্চল দত্ত, জেলা শ্রম দফতরের ডেপুটি লেবার কমিশন্যার(পি) সৌমনীল সরকার প্রমুখ।
এই বিষয়ে ঝাড়গ্রামের জেলা শাসক আয়েষা রানী বলেন, “এই ধরেনের অনুষ্ঠান গুলি করা হয় মানুষের কাছ থেকে তাদের অসুবিধা গুলি জানার জন্য। আমরা তাদের অসুবিধার দিক গুলি শুনেছি এবং সমাধানও করা হবে।প্রয়োজনে আমরা গ্রামে যাব।মানুষ সরাসারি প্রশাসনের সাথে কথা বলছে, নিজের সমস্যা জানাচ্ছে এর থেকে ভাল আর কি হতে পারে।”