পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক এবং সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পরিবেশ) এর নির্দেশনায়, দক্ষিণ দিকের আবাসিক এলাকায় (৫ম রোড) একটি পরিচ্ছন্নতা কর্মসূচি এবং সচেতনতা প্রচারের আয়োজন করা হয়েছিল। এতে রেলওয়ের কর্মচারী, স্কাউটস ও গাইড, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মী এবং ওই এলাকায় বসবাসকারী আবাসিক লোকজন অংশ নেন। এই কর্মসূচির আওতায় জনগণকে তাদের এলাকা পরিষ্কারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
এই কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এটিকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে উদ্বুদ্ধ করা, যার ফলে একটি সুস্থ সমাজ ও একটি সুস্থ দেশ তৈরি করা। রেলওয়ে সর্বদা এই দিকে অবদান রাখতে প্রস্তুত।