আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি রোড স্টেশনকে আম্রুত ভারত স্টেশন করে উন্নত করার উদ্যোগ গ্রহণ করল রেল দফতর। শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে যাত্রী সুরক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতে এসে একথা জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার (জিএম) অনসুর গুপ্তা, সঙ্গে ছিলেন রেল দফতরের একঝাঁক আধিকারিক ও জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়।
এ দিন সকালে স্টেশনে হাজির হন জিএম। তিনি স্টেশনের পরিকাঠামো, যাত্রীদের বসার জায়গা, সিগন্যাল ব্যবস্থা, চিকিৎসা রুম, সংরক্ষিত লাউঞ্জ সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। এদিকে জলপাইগুড়ি নাগরিক মঞ্চ, পর্যটক ব্যবসায়ী সহ সাধারণ মানুষ একাধিক দাবি তুলে ধরেন জিএম এর কাছে।
জিএম অনসুর গুপ্তা বলেন, “যাত্রী সুরক্ষা ও সুযোগ সুবিধা কী রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি রোড স্টেশনকে আম্রুত ভারত স্টেশন করে কাজ শুরু হয়েছে। স্টেশন চত্বরে বিল্ডিং করা হবে। মেডিক্যাল, শপিং মল, কম পয়সায় থাকার ঘর, বসার জায়গা সহ একাধিক ব্যবস্থা করা হয়েছে। একাধিক ট্রেনের স্টপেজ করা হবে, আলোচনা চলছে। সাউথ ও গোয়ার যাওয়ার ট্রেনের পরিষেবা চালু করা নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে ইলেকট্রিক লাইন শিলচর থেকে আগরতলা পর্যন্ত হবে।বন্দেভারত এনজেপি থেকে গৌহাটি পর্যন্ত চলানোর ব্যবস্থা করা হচ্ছে।
রেলের ট্রাকে জোর দেওয়া হয়েছে ট্রেনের গতি বাড়ানোর জন্য। যাত্রীদের খাবারের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”