আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ অক্টোবর:
বাল্য বিবাহ মুক্ত ভারত গঠনের উদ্দেশ্যে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল ক্যানিং থানায়। বৃহস্পতিবার দুপুরে ক্যানিং থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের নিয়ে বাল্য বিবাহের কুফল আলোচনা হয় এবং কিভাবে এই বাল্য বিবাহ বন্ধ করা যায় সে সম্পর্কে বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। দিগম্বরপুর অঙ্গীকার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মসূচির আয়োজন করেছিল।
সংস্থার জেলা আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। বাল্য বিবাহের কুফল নিয়ে লেখা একটি বইও এদিন প্রকাশিত হয় ক্যানিং থানায়।
আইসি বলেন, “বাল্য বিবাহ বন্ধ করতেই হবে, তবে বিয়ের দিন বিয়ের মন্ডপ থেকে নয়, আরও আগে থেকে এই বিয়ে বন্ধের উদ্যোগ নিতে হবে, যাতে অসহায় পরিবারগুলি আর্থিক ক্ষতি ও সামাজিক ক্ষতির হাত থেকে রক্ষা পান।”