আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ অক্টোবর: ক্ষুদ্র চা বাগানের বোনাস চুক্তি হল শুক্রবার সন্ধেয়। জলপাইগুড়ি শহরের কদলতলা পাতগোলার ক্ষুদ্র চা বাগানের অফিসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে বৈঠক হয়। বৈঠকে মালিক পক্ষের পাশাপাশি শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র চা চাষিদের দাবি, আবহাওয়ার খামখেয়ালিতে এবছর ক্ষুদ্র চা বাগানে খুবই ক্ষতির মুখে পড়তে হয়। চা পাতার দাম সঠিকভাবে পায়নি মালিকপক্ষ। এরপরেও শ্রমিকদের মুখে হাসি ফোটাতে বোনাস দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হল বৈঠকের মধ্য দিয়ে। ১৫ একর পর্যন্ত ক্ষুদ্র চা বাগানের শ্রমিকরা গতবছর পেয়েছিল ১২.৫০ শতাংশ বোনাস, এবছর তা কমিয়ে ১০.৭৫ শতাংশ করা হয়। অন্যদিকে ১৫ থেকে ২৫ একর ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের গতবছর বোনাস দেওয়া হয়েছিল ১৫.২৫ শতাংশ এবছর কমিয়ে ১৩.৫০ শতাংশ করা হয়েছে।
শ্রমিক নেতা স্বপন সরকার বলেন, “গতবছরের থেকে একটু কম হয়েছে বোনাস। বুধবারের মধ্যে বোনাস দেওয়া দেওয়া শেষ হবে।”
ক্ষুদ্র চা চাষি সমিতি জলপাইগুড়ির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “অনেক প্রতিকূলতার মধ্যে বোনাস দেওয়া হচ্ছে, সঙ্গে চা শিল্পকে বাঁচানো হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এই সিদ্ধান্ত লাঘু হবে।”

