জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ মে:
আগামী বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় পঞ্চায়েত স্তরের সমস্ত সদস্য ও বুথ সভাপতিদের আবশ্যিকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা কমিটি। গতকাল দলের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় জেলা কমিটির যে বর্ধিত সভা ডেকেছিলেন তাতে জেলা কো-অর্ডিনেটর সহ বেশ কয়েকজন ব্লক সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতা গরহাজির ছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন, জেলা সহ-সভাপতি দুর্গেশ মল্লদেব, সাধারণ সম্পাদক শঙ্কর হাঁসদা, সুমন সাহু, জেলা কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, নয়াগ্রাম ব্লক সভাপতি শ্রীজীব সুন্দর দাস ও ঝাড়গ্রাম শহর সভাপতি প্রশান্ত রায়। এছাড়াও জেলা মহিলা তৃণমূল সভানেত্রী নিয়তি মাহাতো, জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গি ও সোমনাথ মহাপাত্র সহ জেলা কমিটির একাধিক সদস্য অনুপস্থিত ছিলেন।

জেলা কমিটির গুরুত্বপূর্ণ এই সব নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে দলের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, তড়িঘড়ি করে বৈঠক ডাকা হয়েছে। সবাইকে বৈঠকের খবর দেওয়া সম্ভব হয়নি। তবে দলনেত্রীর বৈঠকে সবাইকে উপস্থিত করানোর জন্য ব্লক সভাপতিদের দায়িত্ব নিতে বলা হয়েছে।
দলের রাজ্য সাধারণ সম্পাদক রবিন টুডু জানান, পঞ্চায়েত স্তরের সমস্ত সদস্য এবং ব্লক সভাপতিদের আবশ্যিকভাবে দলনেত্রীর দলীয় সভায় উপস্থিত থাকতে হবে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন মেদিনীপুর কলেজ মাঠে দলীয় সভায় বক্তব্য রাখবেন। তার আগে শনিবার বিধায়ক অজিত মাইতির উপস্থিতিতে জেলা পরিষদ হলে মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন জেলার দুই কো-অর্ডিনেটর।

