আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ মে: লকডাউনের জেরে কলকাতায় আটকে থাকা আলিপুরদুয়ারের ২১জন যাত্রীকে নিজেদের জেলায় ফিরিয়ে আনলো উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন নিগমের বিশেষ বাস। বুধবার সকালে জেলা সদরে পৌছায় এই বিশেষ বাস। জানাগেছে, আটকে পড়া এই ২১জনকে আলিপুরদুয়ারে ফিরিয়ে আনতে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী বিশেষ উদ্যোগ নিয়েছেন। যার দরুণ আটকে থাকা মানুষগুলি অনেকটা স্বস্তিতে।
এদিকে আলিপুরদুয়ারে আসার সঙ্গে সঙ্গেই অবশ্য তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পাঁচ দিন পর কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে বাড়ি যেতে পারবেন সকলে। আপাতত সকলেই শহরের একটি হোটেলে থাকবেন।
মৃদুল গোস্বামী বলেন,“ভয়ানক সমস্যায় পড়তে হয়েছিল সকলকে। ওনারা ফোন করেন। মন্ত্রী শুভেন্দু অধীকারি, সুজিত বসু সহ আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের ধন্যবাদ দিচ্ছি আমরা।” মৃদুলবাবু আর বলেন,“আমরা কারোর কাছ থেকেই ভাড়া নিইনি। পাশাপাশি আরও কেউ যদি কলকাতা থেকে ফিরতে চান তারাও আমদের সঙ্গে যোগাযোগ করুক।”