পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: আইসিআইসিআই লামবোর্ড কোম্পানির সহযোগিতায় এবং বিবেকানন্দ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুলের ছাত্র- ছাত্রীদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। স্কুলের মধ্যেই এই শিবির অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক পিন্টুবাবু জানান, এই স্কুলে পিছিয়ে পড়া গরবি শ্রেণির ছাত্র- ছাত্রীরা পড়াশোনা করে। তাদের পারিবারিক অবস্থার কথা ভেবেই প্রতিবছর বিভিন্ন স্বাস্থ্য শিবির করা হয়। এবারেও চক্ষু পরীক্ষা শিবির হয়েছে। এই শিবির থেকে যাদের চশমা লাগবে সেটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও কোম্পানির তরফে চশমা ও সার্টিফিকেট দেওয়া হয় ছাত্র- ছাত্রীদের। এছাড়াও বই, খাতা, জামাকাপড় ও বিভিন্ন সমস্যার সমাধান করতে উদ্যোগ নেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা।


