আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ ফেব্রুয়ারি:
রাজ্য সরকারের পুলিশ মন্ত্রকের উদ্যোগে পরিকাঠামো উন্নয়ন হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। বিধানসভা নির্বাচনের আগে ডিসিপি সেন্ট্রালের অফিস উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সোমবার সকালে ঘোলা থানার অন্তর্গত সি আর রোডে উদ্বোধন হল ডিসি সেন্ট্রাল এর নতুন কার্যালয়। নবনির্মিত পুলিশ ভবনে এসে প্রথমদিন নিজেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা নতুন অফিসে কর্মকাণ্ডের সূচনা করেন।

ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, রহড়া এবং নিউ ব্যারাকপুর থানার প্রধান কার্যালয় হল ডিসিপি সেন্ট্রালের এই অফিস। এই অফিস থেকে পরিচালিত হবে এসিপি সেন্ট্রাল, এসিপি ইবি এবং ট্রাফিক বিভাগের কর্মকাণ্ড। একই ভবনে ডিসিপি, এসিপি সেন্ট্রালের অফিস তৈরি হওয়ায় পুলিশের কাজ করতে সুবিধা হবে। ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা বলেন, “রাজ্য পুলিশের ডিজি স্যারকে ধন্যবাদ উনি দ্রুত আমাদের নতুন এই অফিস তৈরির অনুমোদন দিয়েছেন। নতুন এই ভবনটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার মাঝখানে গড়ে ওঠায় সেন্ট্রালের বিভিন্ন থানায় পুলিশের যাতায়াতে সুবিধা হবে। এখান থেকে বিভিন্ন থানায় পৌঁছতে এবং পুলিশের কাজ করতে খুবই সুবিধা হবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি আঁটোসাটো হল নতুন অফিস উদ্বোধন হওয়ায়।”


