ভারতের ১৫ লক্ষ হিন্দু মহিলার তথ্য ইসলামিক দেশে বিক্রি করে দেওয়া হবে, এলো হুমকির মেইল

আমাদের ভারত, ৬ জুন:
রাজস্থানের জয়পুরে আন্ডার গার্মেন্টস তৈরি করা এক কোম্পানির এক বড় আধিকারিকের কাছে এক ব্যক্তি হুমকির মেল পাঠিয়েছে বলে জানা যায়। সেই মেইলে বলা হয়েছে যে কোম্পানি যদি তাকে এক হাজার থেকে ১৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮২ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২৩ হাজার টাকা পর্যন্ত না পাঠায়, তাহলে কোম্পানির সাইট হ্যাক করে ১৫ লক্ষ হিন্দু মেয়েদের তথ্য ইসলামিক দেশে পাঠিয়ে দেওয়া হবে।

রাজস্থান পুলিশের এসওজি জানিয়েছেন যে আন্ডার গার্মেন্টস কোম্পানির এক আধিকারিক পুলিশে একটি অভিযোগ নথিভুক্ত করান। তিনি জানান যে কোম্পানির সঙ্গে ৯২ লাখ মহিলা জড়িত রয়েছেন। এক হ্যাকার ২৪ এ এপ্রিল কোম্পানিকে মেইল পাঠায়, তাতে লেখা ছিল যে তিনি ১৫ জন মহিলার ডেটা তাদের কোম্পানি থেকে হ্যাক করে বেচে দিয়েছে। এরপরে অভিযুক্ত ১৬ ই মে টুইট করে ১৫ লক্ষ হিন্দু মেয়ের ডেটা ইসলামিক দেশে পাঠানো হচ্ছে। এরপর ২৫শে মে কোম্পানিকে মেইল করে বলে তাকে এক লাখ ২৩ হাজার টাকা দিতে হবে।

পরের দিন কোম্পানি ওই মেইলের মাধ্যমে জবাব পাঠায়। সেটিও টুইট করে দেয় সে। কোম্পানির রিপোর্টে অভিযোগ করা হয়, ইসলামিক দেশে বাস করা হিন্দু মেয়েদের ডেটার কথা তুলে অভিযুক্ত সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট করতে চেষ্টা করছে।

এরপরই তদন্ত করে পদক্ষেপ করা শুরু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তের নাম সঞ্জয় সোনি, সে রাজস্থানের উদয়পুরের বাসিন্দা।

অন্যদিকে এই অভিযুক্ত সঞ্জয় সোনি আবার নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করে নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। সেখানে নিজের একটি পোস্টে লিখেছে যে মহিলাদের ডেটা সুরক্ষিত নয়। সেগুলি মুসলিম গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই কোম্পানির পন্য ব্যবহারকারী প্রত্যেক মহিলার কোম্পানির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা উচিত। সমস্ত মহিলারা সুরক্ষিত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *