জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: খড়গপুর রেল শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পৌরসভা এলাকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রায় ৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়াগেছে। এরমধ্যে খড়্গপুরে পুলিশ লাইনে থাকা এমার্জেন্সি ফোর্সের ৮ জন জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও রেলের ইঞ্জিনিয়ার, গার্ড সহ প্রায় ১২ জন রেলকর্মী গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন। পুলিশ লাইনের প্রায় উপসর্গহীন আক্রান্ত ৮ জন জওয়ানকে খড়্গপুর মহকুমা হাসপাতালের সেফ হাউসে রাখা হয়েছে বলে সেখানকার এসডিপিও সুকোমল কান্তি দাস জানিয়েছেন।
অন্যদিকে, ১২ জন রেল কর্মী এবং তাদের পরিবারের ৬ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। রেল শহরের কৌশল্যা, খরিদা এবং মালঞ্চ এলাকায় বসবাসকারী এই রেল কর্মীদের পরিবারে পারিবারিক সংক্রমণও ঘটেছে। এক রেল কর্মীর পরিবারের চারজনই করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সুকান্ত পল্লী, আয়মা, ইন্দা, সুভাষপল্লী, সারদাপল্লী, বারবেটিয়া, গোলবাজার, শ্রীকৃষ্ণপুর এবং সোনামুখী এলাকা থেকেও নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন নাবালক- নাবালিকা রয়েছে বলে পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে।