জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ আগস্ট:
মাত্র দশ দিন আগে গ্রিন জোনের তালিকায় থাকা ঝাড়গ্রাম জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রবিবার রাতে প্রকাশিত তালিকায় নতুন করে উনিশ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এরফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ জন। এর মধ্যে ৪৩ জনের চিকিৎসা চলছে ঝাড়গ্রামের করোনা হাসপাতলে। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৬ জন। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় কন্টাইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলা শহরের নতুনডিহি ও বাছুরডোবা এলাকার বেশ কিছু অংশ কন্টাইনমেন্ট জোন ঘোষণা করে ব্যারিকেড করা হয়েছে। পৌরমার্কেট, লেভেল ক্রসিং এলাকাও পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ষোল আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই সব এলাকার যাতায়াতের রাস্তা।
মহকুমা শাসক সুবর্ণ রায় জানিয়েছেন, জুবিলি মার্কেট, সুভাষ পার্ক ও কোর্ট রোড এলাকা আগেই কন্টাইনমেন্ট ঘোষণা করা হয়েছে। রবিবার নতুনডিহি ও বাছুরডোবা এলাকার কিছু অংশ কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

