সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা,
১৫ মে: জন্ম থেকে বিরল রোগে আক্রান্ত উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার দিননাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা বছর ১৩-এর কিশোর সপ্তানশু ঘোষ। ছেলের চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা খরচ, কিন্তু সম্প্রতি তাঁর বাবার মৃত্যু হয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষা সপ্তানশু জন্ম থেকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামে পেশির এক বিরল রোগে আক্রান্ত। যার চিকিৎসার জন্য খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এমতাবস্থায় সপ্তানশুর চিকিৎসা এতদিন কোনোরকম চালিয়ে যাচ্ছিল তার বাবা ও মা। কিন্তু গত বছর অক্টোবরে মৃত্যু হয় সপ্তানশুর বাবার। যার ফলে এখন সপ্তানশুর চিকিৎসা এক প্রকার থমকে রয়েছে। চিকিৎসকদের মতে খুব শীঘ্রই সপ্তানশুর একটি অস্ত্রোপচার দরকার। না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কেন না সপ্তানশুর পেশি দুর্বল হওয়ায় তার শিরদাঁড়া শরীরের ডানদিকে ক্রমশ বেঁকে যাচ্ছে। যা সরাসরি গিয়ে আঘাত করছে তার ফুসফুসে। ফলে যে কোনো দিন তার ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারে। আর এই আশঙ্কা করেই শহরের এক নামি হাসপাতালের চিকিৎসক সপ্তানশুকে বাঁচাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন। যার খরচ প্রায় ২০ লক্ষ টাকা।
আর অস্ত্রোপচারের জন্য এই অর্থের কথা শুনে এখন প্রায় নির্বাক হয়ে পড়েছেন স্বামী হারানো সপ্তানশুর মা। তিনি এখন চিন্তায়, কি করে তার অষ্টম শ্রেণির পড়ুয়া ছেলেকে বাঁচাবেন। তাই সমাজের কাছে তার কাতর আবেদন ছেলেকে বাঁচাতে যদি কেউ এগিয়ে আসে।