অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ এপ্রিল: বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে জেলা শাসকের কার্যালয়ের সিধু কানু হলে ঝাড়গ্রাম জেলার বিধবা ভাতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত, পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা ও ডাঃ খগেন্দ্র নাথ মাহাত, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ আরো অনেকে।
এই অনুষ্ঠানে দশজন বিধবা মহিলার হাতে প্রতীকি হিসাবে এক হাজার টাকার চেক তিনি তুলে দেন। তিনি বলেন, আগে ৬০ বছর বয়সী বিধবাদের ভাতা দেওয়া হতো। এখন যে কোনো বয়সের বিধবাদের বিধবা ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলায় দশ হাজার মহিলা ওই বিধবা ভাতা পাবেন। এই প্রকল্পের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃহস্পতিবার ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বয়সী বিধবাদের জন্য এই প্রকল্প চালু করেছে। এর ফলে বিধবা মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দশ জনের হাতে এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধবা ভাতার চেক তুলে দেওয়া হয়েছে। ধাপে ধাপে প্রত্যেকেই বিধবা ভাতার টাকা পেয়ে যাবেন।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এক শ্রেণির মানুষ মাওবাদীদের নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। জঙ্গলমহলে মাওবাদী বলে আর কিছুই নেই। প্রশাসন বিষয়টি নজরে রেখেছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের করো কাছে প্রকৃত তথ্য যদি থাকে তাহলে আমার হাতে দিন। আমি বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঝাড়গ্রাম জেলা প্রশাসন ঝাড়গ্রাম জেলার উন্নয়নে বিভিন্ন কাজ করছে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন, আগামী দিনে ঝাড়গ্রামের উন্নয়নে আরো অনেক কাজ করা হবে।

