ঘাটালে স্বর্ণ শিল্পীদের জন্য বিনামূল্যে ভ্যাক্সিনেশন ক্যাম্পের উদ্যোগ শিল্পপতি এস.এস আলমের

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৪ জুন: করোনা প্রতিরোধে স্বর্ণ শিল্পীদের বিনামূল্যে ভ্যাক্সিনেশন ক্যাম্পের উদ্যোগ নিলেন স্বর্ণ শিল্পপতি এস এস আলম। ঘাটাল মহকুমার দাসপুরের ভূমিপুত্র এসএস আলম প্রথম পর্যায়ে প্রধানত সিঁথির মোড়ে যারা সোনার কাজ করেন তাদের জন্য এই উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য, ঘাটাল মহকুমার অনেকেই সিঁথির মোড়ে সোনার কাজ করেন। ২৪ থেকে ২৭ জুন এই চার দিনে ১০০০ জন স্বর্ণশিল্পীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে এস এস আলম জানান। পরবর্তীকালে বউবাজারে আরও একবার ভ্যাক্সিনেশন ক্যাম্প করার ইচ্ছে আছে বলে তিনি বলেন।
আলম চ্যারিটেবল ট্রাস্ট এবং অলম গ্রুপ অফ কোম্পানির র্যৌথ উদ্যোগে এই ভ্যাক্সিনেশন ক্যাম্প হবে।
এসএস আলম বলেন, করোনা অতিমারিতে তার অনেক পরিচিত ব্যক্তি প্রাণ হারিয়েছেন যা তাকে খুব বিচলিত করেছে। তাই এই ধরনের ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *