অসহায় গরিব চা বিক্রেতার ছেলের চিকিৎসার সাহায্যের জন্য এগিয়ে এলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: অসহায় দুঃস্থ চা বিক্রেতার ছেলে দীপের দুটো কিডনিই খারাপ। ডায়ালিসিস করতে হচ্ছে প্রায় প্রতিদিনই৷ খরচ জোগাতে পারছেন না রায়গঞ্জ শহরের মধ্যমোহনবাটি মোড়ের চা বিক্রেতা বাবা অনুপ ব্যানার্জি। এগিয়ে এলেন রায়গঞ্জ শহরের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। নিজে আর্থিক সাহায্য করার পাশাপাশি শহরের অন্যান্য ব্যাবসায়ীদের অসহায় মরনাপন্ন যুবকের পাশে দাঁড়ানোর আবেদন করলেন তিনি।

রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অনুপ ব্যান্যার্জির ছেলে দীপ ব্যানার্জি কালিয়াগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অনুপবাবু মধ্যমোহনবাটি মোড়ে একটি চায়ের দোকান চালিয়ে কোনও রকমে দিনাতিপাত করেন। বছর দুয়েক আগে দীপ পড়ে গিয়ে তার পা জখম হয়। এরপর সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা চলার পর জানা যায় দ্বীপের দুটো কিডনিই খারাপ। চিকিৎসকেরা ডাইলসিস করার পরামর্শ দেন। কিন্তু ব্যায়বহুল এই চিকিৎসার খরচ জোগানো চা বিক্রেতা বাবা অনুপ ব্যানার্জির পক্ষে সম্ভব নয়। অথচ নিজের চোখের সামনে ছেলেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে দেখতে হচ্ছে তাঁকে। সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি। চা বিক্রেতা অনুপ বাবুর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। সোমবার কৃষ্ণবাবু অসুস্থ
দীপের বাড়িতে গিয়ে তার বাবার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন। যা দিয়ে হয়তো কিছুদিন চিকিৎসা চলবে। আর তাই শিল্পপতি কৃষ্ণ কল্যানী রায়গঞ্জ শহরের সর্বস্তরের ব্যাবসায়ীদের কাছে আবেদন জানিয়েছেন অসুস্থ দীপ ব্যানার্জির কিডনির চিকিৎসায় আর্থিক সহায়তা করার জন্য এগিয়ে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *