পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: প্রতি বছরের মতো এবারও ট্রেড ফেয়ারের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স। ছোট বড় মিলিয়ে জেলার প্রায় ৭০টি স্টল অংশ নেবে এই ট্রেড ফেয়ারে। মূলত উঠতি যুবক ও পড়ুয়াদের ব্যবসা মুখী এবং স্বাবলম্বী করার লক্ষ্যেই এই মেলার আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা।
প্রতিবছরের মত এ বছরও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের (PMDCCI) ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এন্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যাসাগর হল চত্বরে। এই ট্রেড ফেয়ারে থাকবে জেলার প্রায় ৭০টি স্টল। আগামী ২৫ জানুয়ারি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, সঙ্গে থাকবেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ বিশিষ্ট আধিকারিকরা। এই ট্রেড ফেয়ারে ছোট বড় হস্তশিল্প ছাড়াও থাকছে অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা। মূলত স্কুল এবং কলেজের পড়ুয়াদের নিয়েই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি চাকরি ছাড়াও নিজের পায়ে দাঁড়িয়ে সাবলম্বী হওয়ার জন্যই এই ট্রেড ফেয়ারের আয়োজন। এই ট্রেড ফেয়ার চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
শেষের দিকে মন্ত্রি শশি পাঁজার থাকারও কথা রয়েছে এই ফেয়ারে। এইদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের সদস্যরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বজরংলাল আগারওয়াল, সম্পাদক চন্দন বোস, সহ-সম্পাদক সঞ্জীব রায়, অনুপ সিং, অনিন্দিতা বোস ও নম্রতা বোস। মূলত জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ক্ষুদ্র কুটির এবং নতুন উদ্যোগী যুবকদের উদ্বুদ্ধ করার জন্য এই ট্রেড ফেয়ারের আয়োজন। এবছর যা ১১ তম বর্ষে পড়লো।