পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষানীতির প্রণয়ণ হয়েছে রাজ্য তথা দেশের প্রায় সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। আর এই শিক্ষানীতির অংশ হিসেবে আগের শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে চার বছরের স্নাতক স্তরের পাঠক্রম। সার্ধশতাধিক বর্ষ প্রাচীন দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর কলেজে (স্বশাসিত) এবার এই পাঠক্রমের তৃতীয় বর্ষ। আজ কলেজের বিবেকানন্দ সভাগৃহ, সেমিনার হল এবং প্রাক্তনী ভবনের সেমিনার হল মিলে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ইনডাশন প্রোগ্রাম।
এবার সার্বিকভাবে রাজ্যস্তরের বিভিন্ন কলেজে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা কম হলেও মেদিনীপুর কলেজের এই ইনডাশন অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বিশেষ আশাব্যঞ্জক। প্রাতঃ ও দিবা এই দুই বিভাগের ১৫১০ জন ছাত্রছাত্রী আজকের ইনডাশন অনুষ্ঠানে অংশ নেয়। নতুন পাঠক্রমের নানান কোর্স, পরীক্ষা ব্যবস্থা, লাইব্রেরি, কলেজের নিয়ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, গ্রন্থাগারিক ও শিক্ষা কর্মীরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ জানান যে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রতিবছর এমন ইনডাশন অনুষ্ঠানের আয়োজন হয়। তিনি এও জানান যে, জাতীয় শিক্ষানীতির বহু সদর্থক দিক থাকলেও তার রূপায়ণ সহজ নয়। কিন্তু সেইসব সমস্যা কাটিয়ে মেদিনীপুর কলেজ যে এই নতুন পাঠক্রমকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সে ব্যপারেও তিনি তাঁর বিশ্বাস ব্যক্ত করেন। নতুন প্রতিষ্ঠান, নতুন শিক্ষানীতি উত্তেজনার পাশাপাশি উদ্বেগেও রেখেছে ছাত্র- ছাত্রীদের। সার্ধশতবর্ষ পার করে আসা কলেজের অংশ হতে পেরে এবং আজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক-অধ্যাপিকাদের কথা শুনে তাদের উদ্বেগ যে অনেকাংশেই লাঘব হয়েছে সেকথা ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া এবং হাসিমুখই জানান দিচ্ছিল।