Indranil, cervical cancer, vaccination, জরায়ুমুখের ক্যান্সারের টিকাদানের ঘোষণার ওপর গুরুত্ব ইন্দ্রনীলের

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: বাজেটে জরায়ুমুখের ক্যান্সারের টিকাদানের ঘোষণার ওপর গুরুত্ব দিলেন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান। উল্লেখ্য, তিনি নিজে একজন ক্যান্সার বিশেষজ্ঞ।

তিনি বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র দ্বারা প্রতিশ্রুতি দিয়েছিলেন জরায়ুমুখের ক্যান্সারের টিকাদানের ব্যাপারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিকশিত ভারত’-এর বাজেটে তা পেশ করা হল। এই উদ্যোগ মহিলাদের প্রতিষেধক-প্রতিরোধযোগ্য রোগ এবং মৃত্যুহার কমিয়ে আনবে। উল্লেখযোগ্যভাবে উন্নত বিশ্বের সাথে সমান সুযোগ এটি।”

প্রসঙ্গত, জরায়ুর একেবারে নীচের অংশকে বলে জরায়ুর মুখ বা সার্ভিক্স অব দ্য ইউটেরাস। এখানেই ক্যান্সার হয়। একে সার্ভিকাল ক্যান্সার বলে। এ দেশের মহিলাদের সব থেকে বেশি এই ক্যান্সারই হয়। আর এই ক্যান্সার আগাম বোঝা মুশকিল, ধরাও পড়ে দেরিতে। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়। সার্ভিক্যাল ক্যান্সার ঠেকানোর মতো কোনও প্রতিষেধক এতদিন ছিল না। দেশে প্রথম এই ধরনের ক্যান্সার রুখে দেওয়ার মতো প্রতিষেধক তৈরি হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেট ঘোষণাতেও উঠে এসেছে মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের বিষয়টি। নির্মলা দেবী ঘোষণা করেছেন, দেশের ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ক্যান্সারের টিকা নিতে উৎসাহ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *