অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এমতাবস্থায় দিন আনা দিন খাওয়া মানুষের সেবা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার ১৫০০ জনের খিচুড়ি রান্না করছেন গোপীবল্লভপুরের যুবক ইন্দ্রনীল ঘোষ। এদিন ইন্দ্রনীল ঘোষ জানান, আজ দুপুরে গোপীবল্লভপুরে দিন আনা দিন খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবারের জন্য খিচুড়ি, মিক্সভেজ ও চাটনি তুলে দিলাম তারা কেউ গরিব নয় সকলে পরিস্থিতির শিকার তাদের সেবা করতে পেরে ভালো লাগছে।


