অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বদল করল নবান্ন। এদিন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বদলের নির্দেশ দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলার বর্তমান পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোরকে বদলি করে তাঁর জায়গায় ঝাড়গ্রাম জেলার নতুন পুলিশ সুপার হলেন ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে নিযুক্ত ছিলেন। সেই পদে যাচ্ছেন আইপিএস সৈকত ঘোষ। অমিতকুমার ভরত রাঠোরকে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর অষ্টম ব্যাটালিয়নে কমান্ডেন্ট পদে পাঠানো হয়েছে।