সাথী দাস, পুরুলিয়া, ৩১ জানুয়ারি: সারনা ধর্ম কোডের মান্যতা, আদিবাসীদের মৌলিক অধিকারের দাবিতে পুরুলিয়ার উরমা ও মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ করল আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি। কমিটির সদস্যরা তাঁদের ঐতিহ্যপূর্ণ পোশাকে ও নিজস্ব ঢঙে এই আন্দোলন করেন। ধামসা মাদল বাজিয়ে রেল লাইনের উপরে হেঁটে দাবি নিয়ে সোচ্চার হন তাঁরা। এদিন উরমা স্টেশনে আন্দোলনরত আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সনৎ কুমার বেসরা বলেন, “আমাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও ভ্রুক্ষেপ না করায় আজ এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি।”
বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি পালন করে আদিবাসী সংগঠন। কেন্দ্রীয় সারনা সমিতি (রাঁচি), অখিল ভারতীয় আদিবাসী ও অন্যান্য সংগঠনের সহযোগীতায় রাষ্ট্র ব্যাপী রেল রোড চাক্কা জ্যাম কর্মসূচি পালন হয়। আগামী দিনে সারনা ধর্ম কোড লাগুর দাবিতে অনির্দিষ্ট কাল রাষ্ট্র ব্যাপী রেল রোড চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সারনা সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ চন্দ্র মুর্মু। তিনি জানান, নেতা সালখান মুর্মুর নেতৃত্বে দেশের ৫টি রাজ্যে এই আন্দোলন হয়।
আজ রেল রোকো অভিযানের কারণে সাময়িকভাবে আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখা এবং আদ্রা আসানসোল শাখায় রেল চলাচল ব্যাহত হয়। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত রেল চলাচল ওই দুটি শাখায় বন্ধ থাকে। পরে অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।