সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া,১৪ ডিসেম্বর: ব্যাপক উৎসাহও উদ্দীপনায় রাইপুর ব্লকের মটগোদা হাইস্কুল ময়দানে শুরু হল আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় এবং রাইপুর ডিআরএমএস ল্যাম্পস্ লিমিটেডের পরিচালনায় ব্লক পর্যায়ের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩টি আদিবাসী শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করেছে।
আজ সকালে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পর্ষদ সদস্য কালীপদ টুডু ও প্রকাশ মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক উপেন কিস্কু, রাইপুর ডিআরএমএস ল্যাম্পস ম্যানেজার চন্দন চৌধুরী প্রমুখ। আজকের প্রতিযোগিতায় রাইপুর ব্লকের বিভিন্ন এলাকার ১৩ টি আদিবাসী শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করেছে জানিয়ে ল্যাম্পসের ম্যানেজার চন্দন বাবু বলেন, আদিবাসী সংস্কৃতিকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন।