রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে পাকিস্তানকে কড়াবার্তা, অধিকৃত কাশ্মীর থেকে সরে দাঁড়ানোর বার্তা ভারতের

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর:
পাকিস্তানের বিরুদ্ধে দিনের পর দিন সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে ভারত। এবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে মুখ খুলতেই কড়া ভাষায় তার জবাব দিল ভারত। শুধু সন্ত্রাস নিয়েই নয় পাক অধিকৃত কাশ্মীর নিয়েও ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। অধিকৃত কাশ্মীর থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত।

পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকা সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য ছিল, ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখার মূল ইস্যু হচ্ছে কাশ্মীর। এরপরই ভারত কড়া বার্তা দিয়েছে পাকিস্তানকে। রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেতল গেহলাট পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, বারবার একই অপরাধ করা পাকিস্তানের অভ্যেস হয়ে গেছে। পাকিস্তান আন্তর্জাতিক ফোরামকে ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ব্যবহার করে থাকে। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলোও জানে পাকিস্তান অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এইসব কথা বলে থাকে। পাকিস্তান মানবাধিকার লংঘন করেছে বলেও দাবি করেছে ভারত। তবে ভারতের এদিন স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আর ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর কোনও অধিকার নেই পাকিস্তানের।

পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য। পেতল গেহালট বলেছেন, প্রথমে সন্ত্রাস বন্ধ করতে হবে। দ্বিতীয়ত অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে। তৃতীয়ত পাকিস্তানের সংখ্যালঘুদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা বন্ধ করতে হবে। ২০১৮ মুম্বাই হামলার অভিযুক্তদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তারও কড়াবার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *