আমাদের ভারত, ৮ আগস্ট: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির পর পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র কেনা এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিল নয়া দিল্লি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে শুক্রবার।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং- এর। সেই সময় ভারত আমেরিকার কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি। জানা যাচ্ছে, ভারত তার অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে আমেরিকার কাছ থেকে স্ট্রাইকার যুদ্ধ যান, জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি বোয়িং পি ৮ আই নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই গুলি আর কিনবে না ভারত।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন, তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনো তেল কেনা চালিয়ে যাচ্ছে। তাই এই অতিরিক্ত শুল্ক বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। এবার থেকে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হবে আমেরিকাকে। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানিয়েছেন, ২১ দিন পর থেকেই তা কার্যকর হবে। সেখানে স্পষ্ট করা হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ থেকে তেল আমদানি করছে। তাই তার মনে হয়েছে, ভারতের উপর আরো বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে ২৫ শতাংশ শুল্ক বসেছে সেটি কার্যকর হচ্ছে ৭ আগস্ট থেকে। পরবর্তী ২৫ শতাংশ শুল্ক বসবে ২১ দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যে ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার উপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন।