সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩ ফেব্রুয়ারি: কলকাতায় ফের নোভেল করোনা ভাইরাস আতঙ্ক। সংক্রমণের আশঙ্কায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি গাঙ্গুলিবাগানের বাসিন্দা। তবে ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতমাসে কর্মসূত্রে চিনে গিয়েছিলেন ওই যুবক। ভারতের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত কেরলের বাসিন্দার সঙ্গে একই বিমানে তিনি দেশে ফেরেন। শনিবার থেকে রাজ্য স্বাস্থ্য দফতরের পরামর্শে তাঁকে বাড়িতেই নজরবন্দি রাখা হয়। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে গাঙ্গুলিবাগানের ওই বাসিন্দাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। পাশাপাশি, নৈহাটির এক বাসিন্দাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত আগেই বেলেঘাটা হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল। এরপর একজন চীনা তরুণী একজন মার্কিন তরুণকে করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তাদের রক্তের নমুনা পুনের ভাইরোলজি ল্যাবে পাঠিয়েও কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু চিন থেকে সম্প্রতি ফেরা প্রথম এক ভারতীয় যুবককে ভর্তি করা হলো বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।