সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১০ জুলাই: পাথরের গাড়ি না নেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আমাদানি রফতানির কাজ বন্ধ করে দিল ভারতীয় ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে পেট্রাপোল সীমান্তে সেন্ট্রাল পার্কিংয়ে সারিসারি দাঁড়িয়ে থাকল পণ্য বোঝাই ট্রাক। পাথরের গাড়ি বাংলাদেশ সরকার না নিলে কোনও ট্রাক যাবে না বাংলাদেশে। বাংলাদেশ থেকেও কোনও ট্রাক ঢুকতে দেওয়া হবে না ভারতে দাবি ভারতীয় আমদানি রফতানিকারকদের।
সূত্রের খবর, বাংলাদেশের তরফে এক সপ্তাহ আগে থেকে নেওয়া হচ্ছে না পাথর বোঝাই ট্রাক। ইতিমধ্যেই পেট্রাপোল বন্দরে ৬০০ -র উপরে পাথর বোঝাই ট্রাক জমা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছিল প্রতিদিন ৩০-৪০টি পাথর বোঝাই ট্রাক নেওয়া হবে। কিন্তু শনিবার পর্যন্ত ট্রাক না নেওয়ার কারণে ভারতীয় ব্যবসায়ীরা আন্দোলন করতে শুরু করে। বন্ধ করে দেয় আমদানি রফতানির কাজ।
এ বিষয়ে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশ পাথর বোঝাই ট্রাক না নেওয়ার কারণে শনিবার সকাল থেকে আমদানি রফতানির কাজ বন্ধ।
সিডাব্লিউসি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেছেন, এটা আমাদের কোনও বিষয় নয় বাংলাদেশের তরফ থেকে পাথরের গাড়ি না নেওয়ার কারণে আজ সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে।
শুল্ক দফতর সূত্রের খবর, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, প্রতি বছর ২৪ হাজার কোটি টাকার আমদানি রফতানি হয় এই স্থলবন্দরের মাধ্যমে। সরাসরি প্রায় ২০ হাজার মানুষ এবং পরোক্ষ ভাবে সব মিলিয়ে ৫০ হাজার মানুষ নির্ভরশীল এই স্থলবন্দরের উপর। সীমান্তে বাণিজ্য বন্ধ থাকায় সমস্যায় সকলেই।