Pak army, Kashmir border, কাশ্মীর বর্ডারে অনুপ্রবেশের চেষ্টা, আটকাতে গিয়ে পাক সেনার হামলায় শহিদ ভারতীয় জওয়ান

আমাদের ভারত, ১৩ আগস্ট: কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে চেষ্টা করেছিল এক পাক নাগরিক। তাকে গ্রেফতার করে বিএসএফ। তার মাত্র কয়েক দিন পরেই ফের একইরকম চেষ্টা হলো এবং তাতে রক্ত ঝড়ল। কাশ্মীরে ফের শহিদ হলেন এক ভারতীয় জওয়ান।

উরি সেক্টরে ফের ব্যপক সংঘর্ষ হলো। নিয়ন্ত্রণ রেখার কাছে পাক সেনার গুলিতে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান। ১২ আগস্ট গভীর রাতে পাকিস্তান থেকে কিছু জঙ্গি ভারতীয় ভূ- খণ্ডে ঢোকার চেষ্টা করে। যা একেবারেই সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না। সেনা সূত্রে খবর, জঙ্গিদের জন্য পাক সেনার পূর্ণ সহযোগিতা ছিল। কারণ ওপার থেকে সরাসরি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। আর এই কায়দার হামলা সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় হয়। যারা সীমান্তে গোপন অপারেশনের জন্য পরিচিত।

ভারতীয় সেনা পাল্টা গুলি চালাতেই শুরু হয় তীব্র লড়াই। গুলির আঘাতে গুরুতর আহত হন এক জওয়ান। পরে তাঁর মৃত্যু হয়। তবে শেষ পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা বাহিনী। যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার সুযোগে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

গত ১১ আগস্ট বিকেলে কাঠুয়া সীমান্তে সন্দেহজনক এক ব্যক্তিকে লক্ষ্য করেছিলেন কর্তব্যরত জওয়ান। তিনি দেখেন, একজন সীমান্ত পার হয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন। সতর্কবার্তা দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন। পরে ওই পাকিস্তানিকে আটক করা হয়। তারপর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ও জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটলো।

এর আগে রবিবার সন্ধ্যায় ইন্দো-নেপাল সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে এক চিনা নাগরিক। এভাবে আন্তর্জাতিক সীমান্তে লাগাতার বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *