পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শন করাবে ভারতীয় রেল

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ এপ্রিল: ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুখবর নিয়ে এলো ভারতীয় রেল। এবার সাধ্যের মধ্যে পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শন করাবে ভারতীয় রেল। এই ভ্রমণের জন্য ইতিমধ্যে ‘ভারত গৌরব’ নামে একটি বিশেষ ট্রেনেরও কথা ঘোষণা করেছে ভারত সরকারের রেলমন্ত্রক। বৃহস্পতিবার রামপুরহাটে সাংবাদিক সম্মেলন করে ভ্রমণের কথা ঘোষণা করেন আইআরসিটিসির চিফ সুপার ভাইজার সৌরভ চট্টোপাধ্যায়।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, ভারত গৌরব বিশেষ পর্যটন ট্রেন কলকাতা ষ্টেশন থেকে যাত্রা শুরু করবে ২০ মে। ভারত সরকারের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এবং ‘দেখো আপনা দেশ’ উদ্যোগ সফল করতেই এই বিশেষ ট্রেনের সূচনা করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে ভাড়ায় আনুমানিক ৩৩ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। থাকছে কিস্তিতে টাকা পরিশোধ করার সুবিধাও।

সৌরভবাবু বলেন, “বিশেষ ট্রেনে থাকছে ৩১৫ আসনের স্লিপার, ২৯৭ আসনের ৩ এসি এবং ৪৪ টি ২ এসি ক্লাসের আসন। ট্রেনটি ১১ রাত ১২ দিন ধরে ভ্রমণ করবে। বিভিন্ন বিভাগের জন্য রাত্রিবাসের বিশেষ হোটেল ব্যবস্থা রাখা হয়েছে ভ্রমণে। পর্যটকদের সুবিধার জন্য ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট জংশন, পাকুড়-সাহেবগঞ্জ জংশন সহ বেশ কয়েকটি ষ্টেশন থেকে যাত্রীদের ওঠা নামার ব্যবস্থা থাকছে।

এই বিশেষ ট্রেন ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাঁইবাবা এবং শনি শিংনাপুর দর্শন করাবে।”

রেলের ভ্রমণ সংস্থা আইআরসিটিসির পক্ষ থেকে যাত্রী প্রতি ভ্রমণের জন্য ২০০৬০, ৩১৮০০ এবং ৪১৬০০ টাকা ধার্য করা হয়েছে। ভ্রমণের আসন সংরক্ষণের জন্য ট্যুরিজম সংস্থার ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ৫০ শতাংশ আসন সংরক্ষণ হয়েছে বলে দাবি ট্যুরিজম সংস্থার। সৌরভবাবু বলেন, “প্রত্যেক যাত্রীর জন্য বীমার ব্যবস্থা থাকছে। কোন কারণে ট্রেন যাত্রায় বিলম্ব ঘটলে তার ব্যয়ভার বহন করবে ভ্রমণকারী সংস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *