আমাদের ভারত, ২৬ জুন: আরো একবার ইতিহাস গড়ল ভারতীয় রেল। ভারত- বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি আন্তঃ দেশীয় ট্রেন চালু আছে। দু’ দেশের মধ্যে মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেস চলছে। কিন্তু এবার আরো কাছাকাছি এলো ভারত ও বাংলাদেশ। ৭৭ বছর পর চালু হচ্ছে কলকাতা রাজশাহীর মধ্যে বিশেষ ট্রেন।
রেলের আধিকারিকরা জানাচ্ছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে চতুর্থ আন্তঃদেশীয় ট্রেন চালু হতে চলেছে। আর এটা চালু হলে বাংলাদেশে যাওয়া আরো সহজ হবে। এমনকি বাংলাদেশের মানুষেরও কলকাতায় আসা সহজ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের রেলপথ করিডোর হিসেবে ব্যবহার করবে ভারতীয় রেল।
বাংলাদেশের বারোটি রুট দিয়ে ভারতীয় রেল চলাচল করবে বলে জানাগেছে। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতীয় রেল আধিকারিকদের আশা, এর মধ্যে দিয়ে ভারত এবং বাংলাদেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে। এক্ষেত্রে বাংলাদেশও সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ ক্ষেত্রে ভারতের জমি ব্যবহার করে নেপাল রেল সংযোগের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ পাওয়া যাবে।
২০০৮-এ ১৪ এপ্রিল ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছিল। এরপর কলকাতা খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। ২০২১- এর ঢাকার শিলিগুড়ি রুটে চালু হয় মিতালী এক্সপ্রেস। এরপরে আরো একটি ট্রেন চালু করতে চলেছে দুই দেশ।
বাংলাদেশের রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, তাদের ইঞ্জিন আছে তা দিয়ে সপ্তাহে একটা বা দুটো ট্রেন সপ্তাহের দু’ তিন দিন চালানো যাবে। তবে ব্রডগেজ কোচ তেমন নেই। যদিও এই বিষয়ে ভারতের রেলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আলোচনা ফলপ্রসু হলে ব্রডগেজ কোচ এনে সংযোজন করা হবে বলে জানান তিনি। চলতি মাসের ২২ জুন দিল্লিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়। যে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ১৩ টি ঘোষণা করা হয় আর এই ঘোষণার এক নম্বরে রয়েছে রাজশাহী এবং কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু। এরপরই রয়েছে ভারতীয় রেল করিডোর নিয়ে নয়া চুক্তি।