Modi, Guru Nanak, গুরু নানকের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ৫ নভেম্বর: শ্রী গুরু নানক দেব জির জীবন ও বাণী মানবজাতিকে চিরন্তন জ্ঞানের সাথে পরিচালিত করে চলেছে। তাঁর করুণা, সাম্য, নম্রতা এবং সেবার শিক্ষা অত্যন্ত অনুপ্রেরণামূলক। তাঁর প্রকাশ পর্বে শুভেচ্ছা। তাঁর ঐশ্বরিক আলো আমাদের গ্রহকে চিরকাল আলোকিত রাখুক।

প্রসঙ্গত, প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তার জন্মোৎসব পালিত হয়। তিনি বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন। তিনি সমতা, ভ্রাতৃত্ব ও সদাচরণের ওপর নির্ভর করে একটি অনন্য ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা প্রচলন করতে সক্ষম হন। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে, পরবর্তী শিখ গুরুদের গুরুপদ লাভের সময় তাদের মধ্যে গুরু নানকের ঐশ্বরিক ক্ষমতা, ধর্মীয় কর্তৃত্ব ও পবিত্রতা প্রবাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *