পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার চারটি ঐতিহ্যশালী স্মারকের ছবি দিয়ে পিকচার পোস্টকার্ড প্রকাশ ভারতীয় ডাক বিভাগের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার চারটি ঐতিহ্যশালী স্মারকের ছবি দিয়ে পিকচার পোস্টকার্ড প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি ও কুরুমবেড়া দুর্গের ছবি দেওয়া চারটি পৃথক রঙিন পিকচার পোস্টকার্ডের আজ আনুষ্ঠানিকভাবে ঝাড়গ্রাম শহরে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেছেন ভারতীয় ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (দক্ষিণবঙ্গ রিজিয়ন) শশী শালিনী কুজুর।

শ্রীমতী কুজুর জানান, দুই জেলার ঐতিহ্যের স্মারকগুলিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য এমন উদ্যোগ। এই প্রথমবার দুই জেলার তিনটি ঐতিহ্যের ভবন ও একটি দুর্গের ছবি দিয়ে ডাক বিভাগের নিজস্ব খরচে পিকচার পোস্ট কার্ড প্রকাশ করা হচ্ছে।

মেদিনীপুর পোস্টাল ডিভিশনের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট প্রশান্তকুমার পাত্র বলেছেন, “ডাক বিভাগের উদ্যোগে সরকারি খরচে ঐতিহ্যের সৌধ বা স্মারকের রঙিন পিকচার পোস্ট কার্ড প্রকাশ করা হয়। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেও সরকারি খরচে তেমনই চারটি ঐতিহ্যের ভবন ও দুর্গের রঙিন পিকচার পোস্ট কার্ড প্রকাশ করা হয়েছে।” তিনি জানান, মেদিনীপুর পোস্টাল ডিভিশনের অন্তর্গত দু’টি প্রধান ডাকঘর (ঝাড়গ্রাম ও মেদিনীপুর) ও দুই জেলার ৬৯টি উপ ডাকঘর ও ৫৭১টি শাখা ডাকঘরে সীমিত সংখ্যক পিকচার পোস্ট কার্ড বিক্রি করা হবে। পিকচার পোস্ট কার্ডে সংশ্লিষ্ট রাজবাড়ি বা দুর্গের ছবির সঙ্গে হিন্দি ও ইংরেজিতে এক লাইনের ক্যাপশনও থাকবে। বিষয়টি এলাকাবাসীর কাছে সম্মানের ও গৌরবেরও।”

ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর পোস্টাল ডিভিশনে এই প্রথমবার দুই জেলার ঐতিহ্যের ভবন ও দুর্গের রঙিন ছবি দেওয়া পোস্টকার্ড প্রকাশ করা হচ্ছে। ঝাড়গ্রাম প্রধান ডাকঘরের জন্য ঝাড়গ্রাম রাজবাড়ির রেখাচিত্র দেওয়া পিকটোরিয়াল ক্যানসেলেশন স্ট্যাম্পটিও দুই জেলায় এই প্রথমবার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *