অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১১ ডিসেম্বর: তামিল কবি চিন্নস্বামী সুব্রহ্মণ্যম ভারতীর ( ১৮৮২ – ১১ সেপ্টেম্বর ১৯২১) জন্মদিন উপলক্ষে সেন্ট্রাল হিন্দি ইনস্টিটিউট, কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং বিশ্ব হিন্দি সচিবালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় – ভারতীয় ভাষা দিবস – বহুভাষিক কবি সম্মেলন। রবিবার সন্ধ্যায় গ্লোবাল হিন্দি পরিবার একটি ওয়েব সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশিষ্ট হিন্দি কবি লক্ষ্মীশঙ্কর বাজপেয়ী। বিশিষ্ট অতিথি হিসাবে কবিতা পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এবং ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন তামিল কবি কানিউরান। এ ছাড়াও ডোগরি কবি প্রকাশ প্রেমিক, পাঞ্জাবি কবি লখবিন্দর সিং জোহল, গুজরাটি কবি নলিনী পুরোহিত, হিন্দি-কাশ্মীরি কবি মুদাসির আহমেদ ভট্ট, উর্দু কাশ্মীরি কবি শওকত শাবাজ, নেপালি কবি দেবিকা মোক্তান, ওড়িয়া কবি গায়ত্রী বালা পান্ডা, মালায়ালাম কবি সন্তোষ অ্যালেক্স অংশ নেন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন হিন্দি কবি অনিল যোশী, আগ্রার সেন্ট্রাল হিন্দি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বীনা শর্মা, সঞ্চালনায় ছিলেন হিন্দি কবি অলকা সিনহা। সমন্বয়কারী ছিলেন রবীন্দ্র কুমার, নাসরীন এ. ভবানী এবং ভারত ভূষণ শর্মা।
প্রসঙ্গত, সুব্রহ্মণ্যম ভারতী ছিলেন তামিল লেখক, কবি, সাংবাদিক, স্বাধীনতা কর্মী, সমাজ সংস্কারক এবং বহুভক্ত। ‘মহাকবি ভারতী’ নামে খ্যাতিমান, তিনি আধুনিক তামিল কবিতার প্রবর্তক ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ তামিল সাহিত্যের একজন হিসাবে বিবেচিত হন। তাঁর অসংখ্য রচনায় ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার দেশাত্মবোধ গান ছিল।