নেদারল্যান্ডস এ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং প্রবাসী ভারতীয়রা সম্মান জানালেন ভারতীয় মহিলা হকি দলের প্রশিক্ষক Sjoerd Marijne কে

শাওন কুমার দাস, আমাদের ভারত, নেদারল্যান্ডস, ২৬ সেপ্টেম্বর: ২০১৬ থেকেই নেদারল্যান্ডস এর ‘অফশোর বিজেপি’ বীর (Hero) সন্মান প্রদান শুরু করেছে।
প্রতি বছর এমন একজন ব্যক্তি বিশেষ এর অবদানকে স্বীকৃতি দেওয়া হয় যারা ভারত বা ভারতীয় সম্প্রদায়ের প্রতি প্রত্যক্ষ অথবা পরোক্ষ মাধ্যমে ভারত–নেদারল্যান্ডস বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করেছেন।

এবার তারা ডাচ প্রশিক্ষক Sjoerd Marijne এর অবদানকে সম্বর্ধনা দিলেন। Sjoerd Marijne ভারতীয় মহিলা হকি দলের দায়িত্বে নিযুক্ত ছিলেন এবং দলের ভাগ্যকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। তার অপরিসীম অধ্যাবসায়ের দ্বারা সমগ্র দলকে অনুপ্রাণিত করে পদক জয়ের নিকট নিয়ে আসেন।

ভারতের মহামান্য রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত, ভারতীয় দূতাবাস এবং প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে Sjoerd কে আজ বিশেষ সন্মান এবং উপহার প্রদান করা হয়।

যেহেতু এটি ভারতের নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের হীরক জয়ন্তী বর্ষ, রাষ্ট্রদূত তাঁর ভাষণে উভয় দেশের পারস্পরিক উপলব্ধির কথা স্মরণ করেন।

ভারত এবং নেদারল্যান্ডস এর প্রায় চার’শো বছরের অধিক পুরনো সম্পৰ্ক।

রাষ্ট্রদূত প্রতিটি ভারতীয় এবং ডাচ নাগরিকের অবদানের প্রশংসা করেন, যারা এই বন্ধুত্বকে অনুপ্রাণিত ও সুদৃঢ় করতে সাহায্য করেছেন।

প্রবাসী ভারতীয় এবং ডাচ নাগরিকদের এই বিশাল সমাবেশ একটি অদ্ভুত পূর্ব সাফল্যের সাক্ষী।

সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলেন Rob Kluyt , যিনি হকি ক্লাব এইচসি টিলবার্গের সভাপতি, এইচসি টিলবার্গ নেদারল্যান্ডসের অন্যতম অগ্রগণ্য এবং ঐতিহ্যশালী ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *