২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে যাবে ভারত, দাবি মার্কিন সংস্থা মর্গান স্ট্যানলির

আমাদের ভারত, ৯ নভেম্বর: মার্কিন সংস্থা মর্গান স্ট্যানলি ভবিষ্যৎবাণী করেছে ২০২৭ সালের মধ্যে জাপান ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। সংস্থাটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে স্টক মার্কেটে তৃতীয় বৃহত্তম কেন্দ্রে পরিণত হবে ভারত। তাদের দাবি, ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে।

ওই মার্কিন সংস্থা দাবি করেছে, আগামী কয়েক বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশ ভারত বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতে চলেছে।

মর্গান স্ট্যানলির ভারতীয় শাখার প্রধান ইকুইটি স্ট্র্যাটেজিস্ট রিধাম দেশাই বলেন, অর্থনীতির দিক থেকে বিশ্বের ভারত নিজের অবস্থান আরো পাকা করতে চলেছে। তিনি বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিকরা বাড়িতে বসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন। বিদেশি সংস্থার বহু কর্মচারী ভারত থেকে কাজ করতে পছন্দ করছেন। দেশাই বলেন, আগামী কয়েক দশকের মধ্যে দেশের বাইরে কর্মরত ভারতীয়দের সংখ্যা বেড়ে যাবে।

মর্গ্যান স্ট্যানলির তরফে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ৩.৫ ট্রিলিয়ন অর্থনৈতিক দেশ থেকে ২০৩১ সালের মধ্যে ৭.৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। সেখানে জিডিপির ২১ শতাংশ বার্ষিক বৃদ্ধি হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে ভারতে অর্থনীতির ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। ভারতের জিডিপির ২১ শতাংশ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে ভারতে জিডিপির ১৫.৬% বৃদ্ধি হয়েছে।

দেশাই আরো বলেছেন, ভারত এখনো নিম্ন আয়ের দেশ হিসেবে পরিচিত। কিন্তু আয়ের বন্টনের কারণে আগামী দশকেই পরিস্থিতি পাল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে ভারত দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশ। কিন্তু চলতি দশকের শেষের দিকে এটাই দ্বিগুনেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে আগামী বছরগুলিতে সবথেকে বেশি লাভ হতে পারে পোশাক, খুচরো ব্যবসা, বিনোদন, গৃহস্থলীর বিভিন্ন পরিষেবা থেকে।

ভারত ইউটিলিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিশ্লেষক গিরিশ আচিপালিয়া বলেছেন, তার মতে মূলধন বিনিয়োগের বৃদ্ধির দেশের অর্থনীতিকে আরো বেশি করে চাঙ্গা করবে। যার জেরে কর্মসংস্থান বাড়বে। আয় ও সঞ্চয়ের পরিবর্তে বিনিয়োগ বাড়বে বলে তিনি মনে করেছেন।

অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ১ দশকেরও বেশি আগে আধার প্রকল্প চালু হয়। এই আধার কার্ড ভারতে বসবাসকারীর পরিচিতি পত্র বলে বলা যেতে পারে। তারা মনে করেছেন এটা ডিজিটাল ইন্ডিয়ার প্রথম পদক্ষেপ। পরিচয় পত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি থাকা ভারতকে ডিজিটালাইজড হবার দিকে এগিয়ে নিয়ে গেছে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *