India, Drone, Missile, অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী হবে ভারতের, উন্নত মানের ড্রোন- মিসাইল কিনতে ৬৭ হাজার কোটি টাকার অনুমোদন

আমাদের ভারত, ৬ আগস্ট: অস্ত্র ভান্ডারে ভারত আরো শক্তিশালী হতে চলেছে। সেনার জন্য আরও উন্নত মানের ড্রোন এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল প্রতিরক্ষা মন্ত্রক। অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির। এই বেঠকে ঠিক হয় ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। এই ড্রোনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। মাঝারি পাল্লার দীর্ঘ সহনশীলতা সম্পন্ন এই সশস্ত্র ড্রোনগুলি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

বর্তমানে যে কোনো যুদ্ধ বা সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন। তার চাহিদা বাড়ছে প্রতিদিন। অপারেশন সিঁদুরের সময় এই সশস্ত্র ড্রোনের প্রয়োজনীয়তা বুঝেছে ভারতের ৩ সেনাবাহিনী। ভারতের সশস্ত্র বাহিনীর আশা, নতুন ম্যাল ড্রোন আরো উন্নত মানের হবে, যা শত্রুর ঘাঁটিতে হামলা করে ফিরে আসবে। এই ধরনের ২৭টি ড্রোন কিনতে ভারতের খরচ পড়বে প্রায় ২০ হাজার কোটি টাকা বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারীক। তিনি আরো জানান, এসব ড্রোন কেনার পর দশ বছর রক্ষণাবেক্ষণের জন্য আরও ১১ হাজার কোটি টাকা খরচ করতে হবে।

ড্রোনের সঙ্গে মিসাইল কেনার পরিকল্পনা করা হচ্ছে। দুনিয়ার দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম ব্রহ্মোস। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এদেশের প্রতিরক্ষা গবেষকরা। এর চারটি মূল শ্রেণি রয়েছে। যুদ্ধ জাহাজ,ডুবোজাহাজ, যুদ্ধবিমান এবং স্থলবাহিনীর লঞ্চার থেকে শত্রুর উপর ব্রহ্মোস ছুঁড়তে পারে সেনা। ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরিতে হাত রয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ডিআরডিও এবং মস্কোর এই প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের। ভারত এখন আরো ১১০টি বেশি ব্রহ্মোস অস্ত্র ভান্ডারে যুক্ত করা সিদ্ধান্ত নিয়েছে। আর তাতে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *