‘VINBAX’ 2024, আম্বালায় ভারত-ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া ‘ভিনব্যাক্স’ ২০২৪ শুরু

আমাদের ভারত, ৪ নভেম্বর: সোমবার হরিয়ানার আম্বালায় ভারত-ভিয়েতনাম পঞ্চম যৌথ সামরিক মহড়া ভিনব্যাক্স ২০২৪ শুরু হল। আম্বালা এবং চণ্ডীমন্দিরে আগামী ২৩ তারিখ পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৩-এ ভিয়েতনামে দ্বিপাক্ষিক মহড়া অনুষ্ঠিত হয়। ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এর ফলে আরও শক্তিশালী হবে।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে লিখেছে, “এবারের মহড়ায় দুটি দেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার শাখা সহ অন্যান্য বিভাগের মোট ৪৭ জন এবং ভিয়েতনাম পিপলস আর্মির সমসংখ্যক সৈন্য এই মহড়ায় রয়েছেন।

রাষ্ট্রসংঘের সনদের অষ্ঠম অধ্যায় অনুসারে রাষ্ট্রসংঘ শান্তি রক্ষী বাহিনীর বিভিন্ন অভিযানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি শাখায় সদস্যরা যাতে আরও দক্ষ ভাবে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করাই এবারের ভিনব্যাক্স-এর উদ্দেশ্য। মহড়ার মাধ্যমে দুই বাহিনীর সদস্যদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় শ্রেষ্ঠ কৌশল ভাগ করে নেওয়া হবে।

মানবিক সহায়তা এবং বিপর্যয় ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ৪৮ ঘণ্টার একটি বিশেষ অভিযানে দুই বাহিনীর সদস্যরাই অংশ নেবেন। এর মাধ্যমে ভারত এবং ভিয়েতনামের প্রতিরক্ষা বাহিনী একে অন্যের সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যগুলি সম্পর্কে পরিচিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *