আমাদের ভারত, ১২ জুলাই: ২০১০ থেকে ২০২০- এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী ২৫ বছরের বিশ্বে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা পিউ (PEW)।
সম্প্রতি সংস্থার তরফে যে রিপোর্ট সামনে আনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিগত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি, যা অন্য সমস্ত ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়ে বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩.৯% সেটা ২০২০ সালে হয়েছে ২৫.৬ শতাংশ। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, মুসলিমদের জন্মহার মৃত্যুর হারের চেয়ে অনেক বেশি। তবে এর পেছনে ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে।
মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ- এর রিপোর্ট অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ২.৮ মিলিয়ন। সেই হিসেবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত।
অন্যদিকে পিউ- এর রিপোর্ট অনুযায়ী ২০১০ থেকে ২০২০ সময়কালে হিন্দুর জনসংখ্যা বেড়েছে ১২%, যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ১.২ মিলিয়ন যা বিশ্বে জনসংখ্যার ১৪.৯ শতাংশ। এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে। রিপোর্ট অনুযায়ী ২০১০ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা ছিল ৮০ শতাংশ। ২০২০ সালে সেটা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশ। সেখানে মুসলিমদের জনসংখ্যা ১৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫.২%। দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা ৩.৫৬ কোটি বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা। এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে। ধর্ম পরিবর্তনের বহু ঘটনা রয়েছে।
রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টও সামনে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ২.১৮ বিলিয়ন থেকে ২.৩ মিলিয়ন হয়েছে, অর্থাৎ ৩০.৬ শতাংশ থেকে কমে ২৮.৮% হয়েছে।বৌদ্ধ ধর্মের মানুষের জনসংখ্যাও কমেছে অনেক। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষ বাস করে চিনে। সাম্প্রতিক সময় চিনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির কারণে বৌদ্ধদের জনসংখ্যা কমেছে। কেবল তাই নয়, মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের। ২৭ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা হয়েছে ১.৯ মিলিয়ন। রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার ২৪.২% মানুষ নাস্তিক।