নতোরদাম গীর্জার পরেও আল্লা হু আকবর বলে ফ্রান্সে লাগাতার নাশকতার চেষ্টা! সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্সের পাশে থাকার ঘোষণা ভারতের

আমাদের ভারত, ৩০ অক্টোবর: ফ্রান্সে একরকম জেহাদ ঘোষণা করেছে ইসলামিক জঙ্গিরা। নিস শহরের নোতারদাম গির্জায় আল্লা হু আকবর বলে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে আবারও ফ্রান্সের আরোও একটি শহরে হামলা চালানোর চেষ্টা করে ইসলামিক সন্ত্রাসবাদীরা। আল্লা হু আকবর বলে এক পথচারীর উপরে চড়াও হওয়ার চেষ্টা করেছিল এক আঁততায়ী। কিন্তু ঐ পথিকের কোন ক্ষতি করার আগেই সন্ত্রাসীকে নিকেশ করে পুলিশ।

সূত্রের খবর নিস শহরের নোতরদাম হামলার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ফ্রান্সের অভিগননে হামলা চালানোর চেষ্টা করে ইসলামিক আততায়ীরা। এক পথচারীকে শটগান দেখে ভয় দেখায় আঁততায়ী। পথচারীকে ভয় দেখানোর সময় নিসের হামলার মতো আল্লা হু আকবর বলে চিৎকার করেছিল সে। তখনই পুলিশ তাকে গুলি করে নিকেশ করে।

এদিকে একই দিনে সৌদি আরবের জেড্ডায় এক দুষ্কৃতী ফ্রান্সের দূতাবাসে ঢুকে পড়ার চেষ্টা করে নাশকতা মূলক উদ্দেশ্য নিয়ে । তবে বিপদজনক কিছু করার আগেই নিরাপত্তারক্ষীরা তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১৬ অক্টোবর প্যারিসের এক শিক্ষকের মাথা কেটে খুন করে এক চেচন মুসলিম জঙ্গি। পড়ুয়াদের বাকস্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন ওই শিক্ষক। আর সেই কারণেই শিরশ্ছেদ করে হত্যা করা হয় তাকৈ। ওই ঘটনাকে ইসলামিক মৌলবাদের স্বরূপ বলে সমালোচনা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ওই নিহত শিক্ষককে নায়ক বলেও মন্তব্য করেন। হামলার ঘটনাকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদী, ইসলামিক সন্ত্রাসবাদি হামলার মতো শব্দ ব্যবহার করেন তিনি। আর তারপরই ফরাসি প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের একটা বড় অংশের রোষানলে পড়েন।

মুসলিম সম্প্রদায়ের একাংশ ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে।ইসলামিক জঙ্গি সংগঠন ফ্রান্সের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। এরপর গতকালের নতরদাম গির্জার সামনে মানুষের ওপর আচমকাই ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। সেই হামলাতে নৃশংস ভাবে মৃত্যু হয় তিনজনের। তারপরই অভিগমনের হামলার চেষ্টা। তবে এবার তা প্রতিহত করতে পেরেছে পুলিশ।

এদিকে ফ্রান্সে হাওয়া ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি লিখেছেন, “ফ্রান্সের সন্ত্রাসবাদি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। গির্জার ভেতরের এই নৃশংস ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্সের পাশে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *